পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন(পিকেএসএফ) এর সহযোগিতায় ডিবিএস কর্তৃক মেহেরপুর সদর উপজেলা সংলগ্ন ভৈরব নদীতে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় এবং সেই সংঙ্গে ভাসমান পদ্ধতিতে খাচায় মাছ চাষ প্রযুক্তির সম্প্রসারন এর লক্ষে তেলাপিয়া মাছ খাচায় মজুদ করা হয়।
এ সময় উক্ত কর্মসুচিতে উপস্থিত থাকেন গোলাম তৌহিদ,উপ-ব্যবস্থাপনা পরিচালক(অর্থ), ড. শরীফ আহম্মদ চৌধূরি,শাহরিয়ার হায়দার,জেসমিন আরা, এ এম ফরহাদুজ্জামান, সদর উপজেলার ইউএনও মইনুল হাসান সহ এলাকার শতাধিক ব্যাক্তিবর্গ।